হিলিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫০
হিলিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২২, (জাতীয় কারিগরি, মাদ্রাসা ও স্কুল পর্যায়ে) ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।


আলোচনা সভা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফ ইকবাল।


আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পাউশগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ ও গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ।


আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল জানান, আমাদের উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ, গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে। পরবর্তী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।


তিনি জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ জালালপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শাহারিয়ার আলমাস রক্তিম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ৫ মিনিটের নির্ধারিত বক্তৃতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী হওয়ায় তার হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষকদের (কলেজ, স্কুল ও মাদ্রাসা) পুরস্কার হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com