শিরোনাম
খাগড়াছড়িতে আরো অস্ত্র-গুলি উদ্ধার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৩:০৭
খাগড়াছড়িতে আরো অস্ত্র-গুলি উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুকছড়ি গ্রামে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে আরো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে- একটি জিথ্রি রাইফেল, একটি চীনের তৈরি সাব-মেশিন গান (এসএমজি), একটি আমেরিকার তৈরি এম ১৬ রাইফেল, একটি জিথ্রি ম্যাগাজিন ও ১৯ রাউন্ড গুলি, দুটি এসএমজি ও ৪৯ রাউন্ড গুলি, একটি এম ১৬ রাইফেলের ম্যাগাজিন ৩৮ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, একটি মোবাইল ও একটি সামরিক ব্যাগ।


নিরাপত্তা সূত্র জানায়, বড় ধরনের সন্ত্রাসী তৎপরতা পরিচালনার জন্য ইউপিডিএফের সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বার পাড়ায় জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকা ঘিরে ফেললে সন্ত্রাসীরা সেনা টহলের ওপর গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন সন্ত্রাসী নিহত হয়।


বিবার্তা/বিপ্লব/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com