শিরোনাম
যশোরে ৬ নারী মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৯:২৮
যশোরে ৬ নারী মাদক ব্যবসায়ী আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের বেনাপোলে এলাকার পুটখালী সীমান্ত থেকে ২২০ বোতল ফেন্সিডিলসহ ছয় নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।


মঙ্গলবার দুপুরে পুটখালী সীমান্তের মসজিদ পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের খলিলের স্ত্রী রাবিয়া খাতুন (৫০), মিলন হোসেনের স্ত্রী দোলন বেগম (২১), শহিদুলের স্ত্রী বৃষ্টি বেগম (২২), মুসা করিমের স্ত্রী শাহারন নেছা (৪৫), কবিরের স্ত্রী ফেরদৌসী বেগম (৩০) ও মজিবারের স্ত্রী আরিছন (৩৫)।


খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, পুটখালী সীমান্ত থেকে একটি ভাড়া করা ইজিবাইক করে ৬ জন নারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে বলে আমরা জানতে পারি। তখন পুটখালীর মসজিদ পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পরে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে অবস্থানরত নারী বিজিবি সদস্যদের দিয়ে আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের শরীরে বেঁধে রাখা ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে বিকেলে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/তুহিন/পলাশ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com