শিরোনাম
তিন শিশুর মৃত্যু : রাঙামাটিতে মানববন্ধন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ২১:১৭
তিন শিশুর মৃত্যু : রাঙামাটিতে মানববন্ধন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটি মহিলা কলেজ রোডে ভবন ধসে তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) নামক একটি শিশু সংগঠন।


সোমবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


শিশু সংগঠনটির রাঙামাটি জেলার সভাপতি ছালেহ আহমদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন হেল্পের উপদেষ্টা আব্দুল জব্বার সুজন, শিশু সংগঠক অর্চনা চাকমা, মডেল কেজি স্কুলের অধ্যক্ষ এবিএম তোফায়েল আহমদ, ইয়ুথ এর পরিচালক (নিয়ন্ত্রণ) ফজলুল ইসলাম, রোটার‍্যাক্ট ক্লাবের সাধারন সম্পাদক ইসহাক তালুকদার প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, শিশুদের মর্মান্তিক মৃত্যু কখনই আমাদের কাম্য নয়। সবার উচিৎ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা এবং প্রশাসনের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিৎ। তারা শিশুসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


বিবার্তা/নাজমুল/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com