শিরোনাম
টাম্পাকোর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৬:০৫
টাম্পাকোর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টঙ্গী বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়েলস কারখানার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দুর্ঘটনার ধ্বংসস্তুপ সরানোর কাজে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার অভিযান সোমবার সমাপ্ত ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসন।


টাম্পাকোর মালিক পক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে দুর্ঘটনাস্থলে স্থাপিত সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এস এম আলম বলেন, ১০ সেপ্টেম্বর ভোর ৬টায় টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ওই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি করোপরেশন, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্যসহ আমরা সবাই মিলে ঝাপিয়ে পড়ি উদ্ধার অভিযানে।


জেলা প্রশাসক বলেন, প্রাথমিক পর্যায়ে সেখান থেকে মৃতদেহগুলো সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠাই। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করি। পর্যায়ক্রমে দুর্ঘটনাস্থল থেকে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।


উদ্ধার অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।


এসময় লে. কর্নেল শফিউল আজম বলেন, জেলা প্রশাসন, মেয়র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেচ্ছাসেবীরা মিলে সম্মিলিতভাবে এক সাথে কাজ করেছি। আমরা ডগ স্কোয়াড দিয়েও সার্চ করেছি। তবে দুর্ঘটনস্থলে আর কোনো লাশ পাওয়ার সম্ভাবনা নেই।


এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মেজর জিয়া, আইএসপিআর এর উপপরিচালক রেজাউল করিম সাম্মি, ফায়ার সার্ভিসের ডিডি মো. আক্তারুজ্জামান, শিল্প পুলিশ সুুপার মো. মিজানুর রহমান, টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার, টঙ্গী ফায়ার স্টেশন সিনিয়র অফিসার মো. সেলিম মিয়া, টাম্পাকোর ফয়েলস লি. কারখানার উৎপাদন অফিসার হাবিবুর রহমান প্রমুখ।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com