শিরোনাম
জেএমবি সদস্য মনিবের ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:৩৯
জেএমবি সদস্য মনিবের ১৪ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য আব্দুল মনিবকে (৩২) অস্ত্র আইনে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার দুপুর পৌনে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।


দণ্ডপ্রাপ্ত আব্দুল মনিব শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় সন্যাসীপাড়া গ্রামের আজমল হকের ছেলে।


মামলার বিবরণী সূত্রে জানা গেছে, পুলিশের স্পেশাল ইনটেলিজেন্স উইং এবং শিবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ২০০৯ সালের ১৮ জুন নিজ বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেফতার হন আব্দুল মনিব।


এ ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ রায় প্রদান করলেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাদরুল আমিন।


বিবার্তা/জাকির/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com