শিরোনাম
সাভারে অবৈধ ১৩০০ গ্যাস সংযোগ বিছিন্ন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:০৬
সাভারে অবৈধ ১৩০০ গ্যাস সংযোগ বিছিন্ন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১৩’শ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী ব্যবস্থাপনা (বিক্রয়) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।


তিনি জানান, কয়েক মাস আগে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় প্রত্যেকটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন এক প্রভাবশালী ব্যক্তি। এ সময় তিনি প্রত্যেক পরিবারের কাছে থেকে ৩০ থেকে ৪০ চল্লিশ হাজার করে টাকা হাতিয়ে নেন। পরে আজ দুপুরে ওই এলাকার মাটি খুঁড়ে তিন হাজার একশ ফুট দুই ইঞ্চি লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোহার পাইপগুলো ছিল অত্যন্ত নিম্নমানের। এ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে জানান তিনি।


তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি। তিতাস গ্যাসের এ সময় ৪০জন শ্রমিকের একটি টিম অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন কাজে অংশ নেয়। ১৩’শ পরিবারের মাঝে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে ওই এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। গ্যাস সংযোগ বিছিন্নকালে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা নির্বিকারে দাঁড়িয়ে থাকলেও এর কোনো প্রতিবাদ করেননি। অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


অবৈধ গ্যাস সংযোগকালে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলাম, মমতাজুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক আনিছুজ্জামান।


বিবার্তা/শরিফুল/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com