শিরোনাম
চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু গ্রেফতার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২২:৫৫
চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সন্দ্বীপ থানার টেংগার চরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১৯ জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়।


অভিযানে ছয়টি দেশীয় পাইপগান, দুটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন বাহিনী উপকূলীয় এলাকায় জেলেদের উপর নির্যাতন, অবৈধ চাঁদা আদায়, অপহরণ, লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্ম করে আসছে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ কোস্টগার্ড বেইস চট্টগ্রাম, কোস্টগার্ড আউটপোস্ট সন্দ্বীপ ও সারিকাইতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


গ্রেফতার হওয়া জলদস্যু এবং জব্দকৃত অস্ত্র সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/রাজু/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com