
চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদিঘীর উল্টর পাড় পকেট গেইট এলাকার একটি বাসা থেকে ৩১৫ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন, ইফসুফ (২৮), মিন্টু (৪৩), ইব্রাহিম (৫৫) ও মাহবুবুল আলম (২৮)।শনিবার দুপুরে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মদ বিক্রির নগদ তিন হাজার ৬৬২ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।
আটককৃতদের নগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবার্তা/রাজু/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]