শিরোনাম
শেরপুরে ৫ দিনব্যাপী টেনিস প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৫
শেরপুরে ৫ দিনব্যাপী টেনিস প্রশিক্ষণের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘খেলায় বিকশিত হোক তারুণ্য’-এ স্লোগানে শেরপুরে তৃণমূল থেকে প্রতিভাবান টেনিস খেলোয়াড় বাছাই ও ৫ দিনব্যাপী অনুর্ধ্ব-১৪ বছর বয়সী ক্ষুদে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর টেনিস ক্লাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।


জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় বাংলাদেশ টেনিস ফেডারেশন এ প্রশিক্ষণের আয়োজন করে।


প্রধান প্রশিক্ষক রুকন উদ্দিন আহমেদ জানান, উদ্বোধনী দিনে টেনিস খেলায় আগ্রহী এক বালিকাসহ অর্ধশতাধিক ক্ষুদে টেনিস খেলোয়াড়কে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। এদেরকে ৫ দিন প্রশিক্ষণ দেয়া হবে। এখান থেকে প্রতিভাবান টেনিস খেলোয়াড়কে এক মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ও জাতীয় দলের বাছাইয়ের জন্য ঢাকায় পাঠানো হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সদস্য আই কোচ বিদ্যুৎ চক্রবর্তী, শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, সহ সভাপতি ডা. এম এ বারেক তোতা, তরুণ শিল্পপতি সাদুজ্জামান সাদী প্রমুখ বক্তব্য দেন।


এসময় শেরপুর টেনিস ক্লাবের কর্তকর্তা ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানী/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com