শিরোনাম
কুয়াকাটায় পর্যটকদের ভিড়
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৪
কুয়াকাটায় পর্যটকদের ভিড়
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইংরেজি ক্যালেন্ডারের নতুন বর্ষকে বরণ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশি বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকাসহ বিদেশ থেকেও পর্যটক আসছেন। আর পর্যটকদের আগমনে এখানকার হোটেল মোটেলগুলোকে রং আর আলোকসজ্জায় সাজানো হয়েছে।


পর্যটকদের আগমনে রাখাইন মার্কেট, ঝিনুকের দোকান, খাবার হোটেল, চটপটির দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে।


শুক্রবার দিনভর দূরদুরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসু পর্যটকদের উম্মাদনায় পুরো সৈকত জুড়ে ছিলো আনন্দময় পরিবেশ।


এদিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে এখানকার হোটেল মোটেলগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে বলে একাধিক হোটেল সূত্রে জানা গেছে।


কুয়াকাটা ঘুরে দেখা গেছে, নারিকেল বাগান, ইকোপার্ক, ইলিশপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী ও সৈকতের জিরো পয়েন্টে শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।


ঢাকা থেকে ভ্রমণে আসা শিক্ষার্থী বাহউদ্দিন জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে বন্ধুরা এখানে এসেছি। কুয়াকাটার সৈকতের অপরূপ দৃশ্য দেখে অসাধারণ লাগছে।


কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের ম্যানেজার আবুল হোসেন রাজু জানান, পর্যটকরা আসতে শুরু করেছে।


কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে আগাম বুকিং রয়েছে। এখনো অনেক পর্যটকরা রুমের জন্য যোগাযোগ করছে।


কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মীর ফসিউর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্পটে পুলিশের টহল রয়েছে।


বিবার্তা/উত্তম/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com