শিরোনাম
পুলিশ সব ষড়যন্ত্র মোকাবিলা করছে : আইজিপি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৫:২৫
পুলিশ সব ষড়যন্ত্র মোকাবিলা করছে : আইজিপি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পরাজিত শক্তি সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। জনগণকে সাথে নিয়ে পুলিশ সব ষড়যন্ত্র মোকাবিলা করছে।


শুক্রবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শহীদুল হক।


তিনি বলেন, জঙ্গিদের ইতিমধ্যে দুর্বল করে দেয়া হয়েছে। জঙ্গি দমনে পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্ক ও মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন আইজিপি।


এ সময় শহীদুল হক বলেন, দেশ ডিজিটাল হচ্ছে। জনগণকে সাথে নিয়েই সরকার ও প্রশাসন দেশকে এগিয়ে নিচ্ছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।


স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি জানান, ভালুকা থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে মহাসড়কের অংশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শহরের অংশের কাজ চলছে। কাজটি সম্পন্ন হলে ময়মনসিংহে অপরাধ কমে যাবে।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।


বিবার্তা/শাকিল/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com