শিরোনাম
জেএমবি'র ‘প্রধান অর্থদাতা’ নাজমুল নিহত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ২৩:০৫
জেএমবি'র ‘প্রধান অর্থদাতা’ নাজমুল নিহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আহত জেএমবির প্রধান অর্থদাতা নাজমুল ওরফে আবদুর রহমানের মৃত্যু হয়েছে। সাভার থানা-পুলিশ মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।


শনিবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর সদস্যরা আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে নাজমুল হক ওরফে আবদুর রহমান ওরফে বাবু নামের এক ‘জঙ্গি’। নাজমুলকে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির মূল অর্থদাতা বলছে র‍্যাব।


অভিযানের সময় র‌্যাব ওই বাড়ি থেকে নাজমুলের স্ত্রী সাহানাজ আকতার ওরফে রুমা এবং তাঁদের দুই ছেলে ও এক কন্যাশিশুকে আটক করেছে। এ সময় ৩০ লাখ টাকাসহ একটি পিস্তল, মুঠোফোন জ্যামার, অস্ত্র বানানোর নকশা, বিপুল পরিমাণ জিহাদি বই ও ছোরা উদ্ধার করা হয়।


র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব শনিবার সন্ধ্যা ছয়টার দিকে গাজীরচটের বসুন্ধরা এলাকার আমির মৃধার বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নাজমুল বারান্দার গ্রিল কেটে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে।


এতে সে গুরুতর আহত হয়। র‍্যাবের তত্ত্বাবধানে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


অভিযান শেষে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, আইনুল পরিচয়ে নাজমুল ছয় মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেয়। বাড়ির মালিককে সে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিল।


ব্রিফিংয়ে আরো বলা হয়, নাজমুল প্রতিটি জঙ্গি হামলায় অর্থের জোগান দিয়ে আসছিল।


বিবার্তা/রোকন/কাফী


>>জেএমবি'র ‘প্রধান অর্থদাতা’ আটক


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com