শিরোনাম
আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ২
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:৪৪
আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ২
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে র‌্যাব-৪ এর অভিযান চলছে। এরই মধ্যে ওই বাড়ির কেয়ার টেকারসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে আশুলিয়া বাইপাইলের বসুন্ধরা এলাকার মৃধা ভিলা নামে একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হচ্ছে।


আটক দুইজনের মধ্যে একজন বাড়ির মালিক আমির মৃধা শাহিনের শ্যালক তারেক বলে জানা গেছে। তিনি বাড়িটি দেখভাল করেন। অপরজনের নাম জানা যায়নি।আটকের বিষয়ে র‌্যাবের কাছ থেকে এখনওকোনো তথ্য পাওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা থেকে র‌্যাবের চারটি গাড়ি ওই বাড়ি ঘিরে অবস্থান নেয়। এসময় প্রথমে তারেককে আটক করা হয়।


স্থানীয় লোকজন আরো জানান, র‌্যাব যখন বাড়িটিতে প্রবেশ করছিলো তখন এক যুবক বাড়ির পঞ্চম তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে এতে সে গুরুতর আহত হয়। পরে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


বাড়িটি ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সিনিয়র মেজর মাসুদুর রহমান জানান, অভিযান চলছে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।


বিবার্তা/রাহাত/নাজিম


> বাইপাইলের একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com