শিরোনাম
বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসককে জরিমানা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:২৯
বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসককে জরিমানা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের বাগাতিপাড়ায় মোস্তফা কামাল (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।


শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খন্দকার ফরহাদ আহমদ এ আদেশ দেন।


দণ্ডাদেশপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মোস্তফা কামাল জেলার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে চক্ষু ও মাথা বিশেষজ্ঞ হিসেবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন কামাল। খবর পেয়ে উপজেলার তমালতলা বাজারের হাসান মেডিকো নামে একটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে এ জরিমানা করা হয়।


বিবার্তা/জুবায়ের/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com