শিরোনাম
সিরাজগঞ্জে জেএমবির ৮ নারী সদস্য কারাগারে
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:২৬
সিরাজগঞ্জে জেএমবির ৮ নারী সদস্য কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৮ নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পৃথক দুটি আদালত) আদালতে হাজির করে পুলিশ।


হাজিরা শেষে আদালতের বিচারক নজরুল ইসলাম ও শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৬ অক্টোবর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে।


এরা হলেন- সলঙ্গা উপজেলার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম (১৯), বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৫)।


গত ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর এবং ৫ সেপ্টেম্বর কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।


বিবার্তা/নাজিম/লিয়ন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com