শিরোনাম
সন্তান জন্ম দিতে সাইকেলে চালিয়ে হাসপাতালে মন্ত্রী
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ০৯:৫৩
সন্তান জন্ম দিতে সাইকেলে চালিয়ে হাসপাতালে মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী জুলি জেন্টার তার প্রথম সন্তানের জন্ম দিতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে হাজির হন। তিনি দেশটির সহকারী পরিবহনমন্ত্রীও।


গ্রিন পার্টির এই রাজনীতিক জুলি বলেছেন, গাড়িতে যথেষ্ট জায়গা না থাকার কারণে তিনি সাইকেলে করেই হাসপাতালে চলে যান।


সাইকেল নিয়ে পার্টনারের সঙ্গে তার এরকম একটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এর আগে গত জুন মাসে নিউজিল্যান্ডেরই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সন্তান জন্ম দেন।


সারা বিশ্বে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে সরকার প্রধান থাকাকালে সন্তানের জন্ম দিয়েছিলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।


৩৮ বছর বয়সী জুলি সাইকেল চালানোর পক্ষে প্রচার চালিয়ে দেশটিতে সুপরিচিত হয়ে উঠেছেন।



তিনি বলেন, এই হলো ঘটনা। আপনারা আমাদের জন্যে দোয়া করবেন। আমি ও আমার পার্টনার সাইকেল চালিয়ে এসেছি। কারণ সাপোর্ট ক্রুদের গাড়িতে যথেষ্ট জায়গা ছিল না। কিন্তু সাইকেল চালিয়ে আমার মনটা বেশ ভালোই হয়েছে।


তিনি যে সাইকেলটি চালিয়েছেন সেটা ছিল ইলেকট্রিক বাইক। জুলি লিখেছেন, বেশিরভাগ সময়ই ঢালু পথে এসেছি।


তারপর কৌতুক করে লিখেছেন, প্রসব ব্যাথা ওঠার জন্যে গত সপ্তাহে আমার আরো বেশি সাইকেল চালানো দরকার ছিল।


মার্কিন বংশোদ্ভূত জুলি তার সন্তানসম্ভবা হয়ে ওঠার কথাও ইন্সটাগ্রামে ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, সাইকেলে এখন আরো একটা সিট লাগাতে হবে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com