শিরোনাম
এই দেশগুলোতে বিমানবন্দর নেই !
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৮, ১০:১০
এই দেশগুলোতে বিমানবন্দর নেই !
রোম বিমানবন্দর- ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে পাঁচটি সার্বভৌম রাষ্ট্র আছে, যাদের কোনো বিমানবন্দর নেই। তালিকার সবগুলো দেশই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র।


দেশগুলোর বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট।


অ্যান্ডোরা


অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর নেই। তবে তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড। জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত। এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে।


লিখটেনস্টাইন


এই দেশও কোনো বিমানবন্দর নেই। কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে। সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড ও জার্মানিতে অবস্থিত।


মোনাকো


মোনাকোতে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে। সবচেয়ে কাছের বিমানবন্দর ফ্রান্সের নিস শহরে।


সান মারিনো


সান মারিনোতেও নেই কোনো বিমানবন্দর। তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে। আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২,২৩০ ফুট। সবচেয়ে কাছের বিমানবন্দর ইতালিতে অবস্থিত।


ভ্যাটিকান সিটি


ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনো বিমানবন্দর থাকা অসম্ভব। এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গমাইল। তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে। সেটা রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন। সবচেয়ে কাছের বিমানবন্দর ইতালির রাজধানী রোমে। সূত্র: ডয়চে ভেলে


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com