
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন গর্ভবতী এক নারী। গোয়াল ঘরে ঝুলছিল তাঁর লাশ। উদ্ধার করতে আসা আত্মীয় স্বজন দেখলেন, সেই অবস্থাতেই সন্তান জন্ম দিয়েছেন তিনি। মায়ের পেট থেকে বেরিয়ে এসে ঝুলছিল নবজাতক শিশুটি।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাটনী জেলায় ঘটেছে এই ঘটনা। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে নবজাতকটির অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
লক্ষ্মী সিং নামে ওই নারী বৃহস্পতিবার আত্মহত্যা করেন গলায় ফাঁস দিয়ে। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন মায়ের শরীরের সঙ্গে প্লাসেন্টা বা নাড়ি দিয়ে নবজাতকের শরীর তখনও জুড়েছিল। নারীকে বাঁচাতে না পারলেও হাসপাতালে নিয়ে বাচ্চাটিকে মায়ের শরীর থেকে আলাদা করা হয়। সূত্র : বিবিসি বাংলা
বিবার্তা/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]