শিরোনাম
চায়ের দাম ৩৯ হাজার টাকা!
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ০২:১১
চায়ের দাম ৩৯ হাজার টাকা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকেরই সকালে ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিলে হয় না। আবার ঘনঘন চায়ের অভ্যাস না থাকলেও দিনে আরো কয়েকবার চায়ে চুমুক দিতে হয় অনেকের। আর এই চায়ের ব্যাপারে যদি একটু নাক উঁচু হন তাহলে আপনার জন্য বাজারে এল 'গোল্ডেন ভ্যারাইটি টি'।


এই বিশেষ চায়ের দাম কেজি প্রতি ৩৯ হাজার টাকা। শুনে অবাক লাগলেও এমনই দাম স্থির হয়েছে নিলামে। এই বিশেষ চা পাওয়া যায় ভারতের ডিব্রুগরের মনোহরি টি এস্টেটে। গুয়াহাটি টি অক্শন সেন্টারে সূত্রে জানা গেছে যে, এই চায়ের দাম সব থেকে বেশি।


দার্জিলিং'র মকাইবাড়ি চা দামি হলেও, তার দাম কেজি প্রতি প্রায় ১৯ হাজার টাকা। তবে এই ধরণের চা পাতা তৈরি প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য, জানিয়েছেন মনোহরি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া। তার তত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন সি কে পরাসর।


তিনি জানিয়েছেন, দিনে মাত্র ৫০ গ্রাম চা পাতাই তৈরি করা সম্ভব। ৩৯ হাজার দর হাঁকিয়ে নিলামে গোল্ডেন ভ্যারাইটি চা কিনেছেন যে ব্যবসায়ী, তিনি বলছেন এই চা যেন অমৃতের সমান। আপাতত তিনি বাক্সবন্দি করেছেন ২ কেজি গোল্ডেন ভ্যারাইটি। তবে এত দামের চা বাজারে কবে থেকে চালু হবে বা হলেও কতটা নাগাল পাওয়া যাবে, সেটাই এখন দেখার ব্যাপার।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com