শিরোনাম
জিন্সের প্যান্টে ছোট্ট পকেটটির রহস্য
প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ২১:২৭
জিন্সের প্যান্টে ছোট্ট পকেটটির রহস্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সচরাচর জিন্সের প্যান্টের সামনে দুটি পকেট থাকে। এর মধ্যে আবার অন্তত একটি পকেটের ওপর আরেকটি ছোট্ট পকেট থাকে। আমরা একেকজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করে থাকি।


কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে, এই পকেটটি আসলে কী জন্য রাখা হয় জিন্সের প্যান্টে? নেহাতই ডিজাইনের দরকারে, নাকি আসলে বিশেষ কোনো কারণ ছিল? চলুন জেনে নেয়া যাক এই পকেট রাখার কারণটা কি?


জিন্স ও বস্ত্র বিশেষজ্ঞ মিসেস জানোসকোয়া এই পকেটের রহস্যের কথা জানাতে গিয়ে বলেছেন, অষ্টাদশ শতকে কাউবয়রা চেন দেয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাদের ওয়েস্টকোটে। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত।


তিনি আরো জানান, ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। পকেটে ঘড়ি রেখে বেল্টের সঙ্গে চেন বেঁধে রাখা হত।


লেভিস প্রথম এই পকেট চালু করেছিল। এখন অবশ্য সেই ঘড়ির চলও নেই। তবে ঐতিহ্য বজায় রেখে এখনো প্যান্টে ছোট পকেটটি রাখা হয়।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com