
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলল পদ্ম ফুলের মতো একটি চোখ ধাঁধানো হীরার আংটি।
ভারতের সুরাটের প্রখ্যাত দুই গয়না প্রস্তুতকারক বিশাল আগরওয়াল ও খুশবু আগরওয়ালএই আংটি তৈরি করেছেন। এতে রয়েছে ছোট-বড় ৬,৬৯০টি হীরে। সবমলিয়ে হীরের ওজন ১৮ ক্যারেট এবং আংটির ওজন ৫৮ গ্রাম। নকশা করা হয়েছে একেবারে পদ্মের মতো করে।
আংটিটি তৈরিতে সময় লেগেছে ছয় মাস এবং দাম পড়েছে ৪১ লাখ ১৬ হাজার ৭৮৭ ডলার বা ২৮ কোটি ২০ লাখ রুপি।
ময়ুর আংটি
একটি আংটিতে সবচেয়ে বেশি সংখ্যক হীরা থাকার কারণেই এই নজির। এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিল রাজস্থানের সাভিয়ো জুয়েলারি। সেই ময়ুর আংটিটি বানানো হয়েছিল ৩,৮২৭টি হীরা দিয়ে। সূত্র: জি নিউজ ও এই সময়
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]