শিরোনাম
৬৬৯০ হীরাখচিত পদ্ম আংটি গিনেসে
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১০:৫৬
৬৬৯০ হীরাখচিত পদ্ম আংটি গিনেসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলল পদ্ম ফুলের মতো একটি চোখ ধাঁধানো হীরার আংটি।


ভারতের সুরাটের প্রখ্যাত দুই গয়না প্রস্তুতকারক বিশাল আগরওয়াল ও খুশবু আগরওয়ালএই আংটি তৈরি করেছেন। এতে রয়েছে ছোট-বড় ৬,৬৯০টি হীরে। সবমলিয়ে হীরের ওজন ১৮ ক্যারেট এবং আংটির ওজন ৫৮ গ্রাম। নকশা করা হয়েছে একেবারে পদ্মের মতো করে।


আংটিটি তৈরিতে সময় লেগেছে ছয় মাস এবং দাম পড়েছে ৪১ লাখ ১৬ হাজার ৭৮৭ ডলার বা ২৮ কোটি ২০ লাখ রুপি।


ময়ুর আংটি


একটি আংটিতে সবচেয়ে বেশি সংখ্যক হীরা থাকার কারণেই এই নজির। এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিল রাজস্থানের সাভিয়ো জুয়েলারি। সেই ময়ুর আংটিটি বানানো হয়েছিল ৩,৮২৭টি হীরা দিয়ে। সূত্র: জি নিউজ ও এই সময়


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com