শিরোনাম
মন্দিরের দানবাক্সে আইফোন ৬
প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৬:৩১
মন্দিরের দানবাক্সে আইফোন ৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মন্দিরের প্রণামী বা দানবাক্স থেকে বেরিয়ে এল মোবাইল ফোন। অবাক হলেন? আসলেই সত্যি। তাও আবার ‌যে সে ফোন নয়। সেই ফোন হালের অন্যতম দামি আইফোন ৬এস। ভারতের অন্ধ্র প্রদেশে ঘটেছে এমন অদ্ভুত এক ব্যাপার।


জানা গেছে, চলতি সপ্তাহে অন্ধ্রের কৃষ্ণা জেলার সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের প্রণামী বাক্সে এক ভক্ত রেখে গেলেন সেই মোবাইল ফোন। গত রোববার (১১ মার্চ) সপ্তাহ শেষে সেই বাক্স খুলতেই অবাক মন্দির কর্তৃপক্ষ। বেরিয়ে এল ঝকঝকে একটি আইফোন ৬ এস।


এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এবার সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। কী হবে সেই দামি প্রণামী নিয়ে। বাধ্য হয়েই মন্দির কর্তৃপক্ষ এখন সরকারকে চিঠি লিখেছে। তবে মন্দিরের পক্ষ থেকে জানা গেছে, এমন ধরনের কোনও জিনিস প্রণামী বাক্সে পড়লে তা মাটিতে পুঁতে ফেলা হয়।


বিজয়ওয়াড়া থেকে ৬৫ কিলোমিটা দূরে সুব্রহ্মণ্যম স্বামী মন্দির। সাধারণভাবে চোখ, কানের কোনও অসুখ সারনোর জন্য ভক্তরা এই মন্দিরে এসে মানত করেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com