শিরোনাম
মধ্যাকাশে হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ!
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭
মধ্যাকাশে হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলছিল বিমান ভালোভাবেই। তবে যাত্রা শেষ হয়েও হলো না শেষ। মাঝপথে থামতে হলো। এলো পুলিশ। তারপর পৌঁছানো গেল গন্তব্যে। ঘটনাটা ট্রান্সসেভিয়া এয়ারলাইন্স ফ্লাইটের।


ভাবছেন হয়ত বিমানে পুলিশ কেন? কাহিনীর সূত্রপাত গ্যাসে আক্রান্ত এক বিমানযাত্রীকে ঘিরে। দুবাই থেকে আমস্টারডাম যাবেন ওই যাত্রী। বিমানে উঠেছেন। সিট পড়েছে নারীদের সারিতে।


বিমান যখন মধ্য আকাশে তখন শুরু করলেন বাতকর্ম(পাদা)। যে সেই বাতকর্ম নয়। লাগাতার। আশপাশের লোকজন তাকে সতর্ক করলেন। কিন্তু তিনি একাজ করেই যাচ্ছেন।


বাধ্য হয়ে তার সঙ্গে ওই বিমানের অন্য যাত্রীদের শুরু হয় হাতাহাতি। যাত্রীদের থামাতে বিমানের ক্রুদের হস্তক্ষেপ করতে হয়।


এদিকে পাইলট কেবিনের ভেতর এমন উত্তপ্ত অবস্থা দেখে বিমান চালিয়ে যেতে সাহস পাননি। তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে অনির্ধারিত যাত্রা বিরতি করেন। পরে পুলিশ এসে চার যাত্রীকে বিমান থেকে নামায়। তাদেরকে ভিন্ন এক বিমানে উঠিয়ে আমস্টারডার্ম পাঠায়।


আর শাস্তি হিসেবে তাদেরকে ট্রান্সসেভিয়া এয়ারলাইন্সে উঠতে আজীবন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে যার জন্য আজ তাদের এই শাস্তি হলো, তার কি হয়েছে জানা যায়নি। সূত্র : ডেইলি মেল, এনডিটিভি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com