শিরোনাম
১৪৭ বছর বয়সে মৃত্যু
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৬
১৪৭ বছর বয়সে মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবের প্রবীণতম মানুষ শেখ আলী আল-আলকামি গত শুক্রবার আবহা এলাকার বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে রাজেঊন)। তাঁর বয়স হয়েছিল ১৪৭ বছর।


কিভাবে তিনি এতো দীর্ঘ আয়ু পেলেন - খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি বিশেষ ধরনের খানা খেতেন এবং গাড়িতে চড়া একেবারেই পছন্দ করতেন না। যত দূরেই যেতে হোক, তিনি হেঁটেই যেতেন। এ কারণেই তিনি আবহা থেকে পবিত্র মক্কা নগরী পর্যন্ত হেঁটেই গিয়েছিলেন।


শেখ আলী-আলকামি দেখেছেন আলী বিন মোহাম্মদ বিন আ'ইদ, আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আ'দ ও হাসান বিন আ'দের রাজত্বকাল।


তাঁর বয়স যখন সবে ৩৮, তখন আসির অঞ্চলকে সউদি আরবের অংশ ঘোষণা করেছিলেন বাদশা আব্দুল আজিজ।


মরহুমের পরিবারের সদস্য ইয়াহিয়া আল-আলেকামি জানান, শেখ আলী সবসময় তাঁর খামারে উৎপাদিত অরগানিক পণ্য - চাল, গম, ভুট্টা, বার্লি ও মধু - আহার করতেন। মাংস খেতেন নিজের খামারের পশুর। কোনো উৎসবে কিছু খেতে চাইতেন না আর প্রক্রিয়াজাত মাংস তো ছুঁয়েই দেখতেন না।


ইয়াহিয়া আরো বলেন, শেখ আলী কখনো পবিত্র কোরআনের শিক্ষার বাইরে যেতেন না, আর কোথাও যেতে হলে হেঁটেই যেতেন।


তাঁর ছিল এক ছেলে ও এক মেয়ে। এর মধ্যে ছেলেটা মারা গেছেন।


সম্প্রতি শেখ আলীর ব্রেন স্ট্রোক হয় এবং এতেই তাঁর সুদীর্ঘ জীবনের অবসান ঘটে। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ''আগের দিনে জীবনটা সুন্দর ছিল। এখন সবকিছুই বদলে গেছে। মানুষও আর আগের মতো নাই। আমার সময়ের একটা লোকও বেঁচে নাই। তাই চারপাশে অনেক লোক থাকলেও আমার খুব একা-একা লাগে।'' সূত্র : আল আরাবিয়া ইংলিশ


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com