শিরোনাম
সাকিব-মিরাজ ঘূর্ণিতে বিপর্যয়ে ওয়েস্ট উইন্ডিজ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪
সাকিব-মিরাজ ঘূর্ণিতে বিপর্যয়ে ওয়েস্ট উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে রীতিমত বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব-মিরাজদের ঘূর্ণিতে ২৯ রানের মধ্যে তারা হারিয়েছে পাঁচ উইকেট। পাঁচজনই হয়েছেন বোল্ড। তবে শেষ পর্যন্ত ৫ উইকেটেই ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। হেটমায়ার ৩২ ও ডাওরিচ ১৭ রান নিয়ে অপরাজিত আছেন। ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন তারা।


বাংলাদেশের হয়ে মিরাজ ৩টি ও সাকিব নিয়েছেন ২ উইকেট।


ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। ওই ওভারেই উইকেট তার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটকে শূন্য রানেই ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ষষ্ঠ ওভারে এসে কাইরন পাওয়েলকে ৪ রানে সাজঘরের পথ দেখান মেহেদী হাসান মিরাজ।৭ রান করে সাকিবের দ্বিতীয় শিকার সুনিল এমব্রিস। আর শূন্য রানেই দলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন রস্টন চেজ। তার উইকেটটিও নেন মিরাজ। এরপর তার বলে বোল্ড শাই হোপ।


এর আগে ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম ইনিংসে ১৫৪ ওভার ব্যাটিং করে ৫০৭ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ একাই করেন ১৩৬ রান।


টাইগারদের চেয়ে এখনও ৪৩৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। শুধু ফলোঅন এড়াতেই লাগবে আরও ২৩৩ রান। ফলে প্রথম শঙ্কা এড়ালেও দ্বিতীয়টির সম্ভাবনা থাকছেই।


বিবার্তা/মৌসুমী


>>প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com