শিরোনাম
দলীয় তিনশ’ পার করে সাকিবের বিদায়
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১০:৩২
দলীয় তিনশ’ পার করে সাকিবের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ এবং সাকিবের জুটিতে শতরানের বেশি রান এসেছে। আর দ্রুতই তিনশ’ ছাড়িয়েছে বাংলাদেশের রান। তবে সেঞ্চুরির পথে ছুটতে থাকা সাকিবকে ব্যক্তিগত ৮০ রানে গালিতে থাকা শাই হোপের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন উইন্ডিজ পেসার।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩১৪। মাহমুদউল্লাহ ৫১ ও লিটন দাস ৫ রান নিয়ে ব্যাট করছেন।


সেঞ্চুরি হলো না সাকিব আল হাসানেরও। ৮০ রান করে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। পেসার কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।


১৩৯ বলে ৬ চারে ৮০ রানের ইনিংসটি সাজান সাকিব। তার বিদায়ে ভাঙে ১১১ রানের ষষ্ঠ উইকেট জুটি। তখন বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৩০১ রান। মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।


অভিষিক্ত সাদমান ইসলামের ৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহকে আজ আরো বাড়িয়ে নিতে ব্যাটিং করছেন টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।


বিবার্তা/জহির


>> ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com