শিরোনাম
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৩০
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টে টস জয় থেকে ম্যাচ জয় করা বাংলাদেশ ঢাকা টেস্টেও জয় পেয়েছে টসে। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে নামে বাংলাদেশ-উইন্ডিজ।


সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট দিয়েই ৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন সাদমান ইসলাম অনিক।


ঢাকা টেস্টে বাদ পড়া ইমরুল কায়েসের পরিবর্তে বাংলাদেশের ইনিংস উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। এই ম্যাচে সাদমান ইসলামের অভিষেক হলে গেলো এক মাসে তিনি হবেন ষষ্ঠ অভিষিক্ত বাংলাদেশি টেস্ট ক্রিকেটার।


উইকেট মোস্তাফিজের পক্ষে কথা বললেও বাদ পড়তে পারেন তিনি। বাঁহাতি এই পেসারের পরিবর্তে একাদশে আসতে পারেন সৈয়দ খালেদ আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি এই পেসারের।


চট্টগ্রাম টেস্টের মতো মিরপুর টেস্টেও সাকিব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান থাকছেন স্পিন নিয়ে।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম/লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ/মোস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com