শিরোনাম
টেবিল টেনিসে তরুণের ‘অবিশ্বাস্য' শট
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ১৭:৩৮
টেবিল টেনিসে তরুণের ‘অবিশ্বাস্য' শট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘটনাস্থল নরওয়ের স্পোর্টস ক্লাব - ট্রন্ডহাইম বর্ড টেনিস ক্লাব। ক্লাবে চলছিল সেকেন্ড ডিভিশনের একটি ম্যাচ।


প্রথম সেটে ১০-৪ -এ এগিয়ে ছিলেন চ্যান, কিন্তু প্রতিপক্ষের একটি নিচু রিটার্ন মাটি থেকে তুলতে গিয়ে নিজেই পড়ে যান। স্বাভাবিকভাবেই পুরো বোর্ড তখন প্রতিপক্ষের হাতে৷


আর ঠিক তখনই কাকতালীয়ভাবে ঘটে এই মজার ঘটনা। জোরে স্ম্যাশ করে পয়েন্ট নিয়ে নেয়ার চেষ্টা করছিলেন চ্যানের প্রতিপক্ষ। চ্যান উঠে দাঁড়াতে না পেরে শুধু হাত দিয়ে টেনিস র‍্যাকেট বোর্ডের পাশে উঁচু করে রাখেন। আর সজোরে আসা বল গিয়ে লাগে ঠিক র‍্যাকেটের মাঝখানে।


শুধু তাই নয়, চ্যানের এই কাকতালীয় রিটার্নে বল কোর্টের উল্টো পাশে পড়ে স্পিন করে বেরিয়ে যায় বাইরে। অন্য পাশ থেকে দৌড়ে এসেও প্রতিপক্ষ আর তা ফেরত পাঠাতে পারেননি।


সাথে সাথে হাসি আর হাততালিতে ফেটে পড়েন দর্শকরা। আর তা শুনেই তখনো মাটিতে বসে থাকা চ্যান বুঝতে পারেন, কিছু একটা ঘটেছে।


ক্লাবের পক্ষ থেকে ফেসবুকে ভিডিওটি আপলোড করার পর থেকে রীতিমতো সেনসেশনে পরিণত হন চ্যান। টেনিস ও স্পোর্টস সংক্রান্ত নানা পেজ থেকেও আপলোড করা হয়েছে ভিডিওটি। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন সারা দুনিয়ার প্রায় ৩০ লাখ মানুষ।


তবে এ নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। আপাতদৃষ্টিতে চ্যান পয়েন্ট পেলেও বিশ্লেকরা বলছেন, বল ফেরানোর সময় তিনি বোর্ডের এক অংশ হাত দিয়ে ধরেছিলেন। তাই তাঁর পয়েন্ট পাওয়া উচিত নয়।


চ্যান অবশ্য পরে নিশ্চিত করেছেন, এই পয়েন্ট তাঁকে দেয়া হয়নি। তবে ম্যাচটি ৩-০ সেটে ঠিকই জিতে নিয়েছেন তিনি।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com