শিরোনাম
৫ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল ২০১৯
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩৪
৫ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল ২০১৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। আসন্ন আসরকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিপিএল কর্তৃপক্ষ। ৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।


এবারের আসরে মোট সাতটি দল অংশ নেবে । দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স।


এবারও প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।


আগের টুর্নামেন্টগুলোর মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হবে। প্রথম ১৪ ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএলের ৮টি ম্যাচ। ২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুরে ৬ ম্যাচ খেলার পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। সেখানে ৬ দিনে হবে ১০টি ম্যাচ।


১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল, চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে অফ ও ফাইনাল। ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। প্রতিটি প্লে অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।


বিপিএল সুচি:


প্রথম ধাপ, ঢাকা পর্ব (৫-১৩ জানুয়ারি) :


৫ জানুয়ারি, রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস, সময় ১২টা ৩০
৫ জানুযারি, ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস, সময় ৫টা ২০
৬ জানুয়ারি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সিক্সার্স, সময় ১২টা ৩০
৬ জানুয়ারি, খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স, সময় ৫টা ২০
৮ জানুযারি, ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স, ১২টা ৩০
৮ জানুযারি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স, ৫টা ২০
৯ জনুয়ারি, সিলেট সিক্সার্স-চিটাগাং ভাইকিংস, ১২টা ৩০
৯ জানুয়ারি, খুলনা টাইটান্স-রাজশাহী কিংস, ৫টা ৩০
১১ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, ২টা
১১ জানুয়ারি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস, ৭টা
১২ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-খুলনা টাইটান্স, ১২টা ৩০
১২ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স, ৫টা ২০
১৩ জানুয়ারি, রংপুর রাইডার্স-রাজশাহী কিংস, ১২টা ৩০
১৩ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫টা ৩০


দ্বিতীয় ধাপ, সিলেট পর্ব (১৫-১৯ জানুয়ারি) :


১৫ জানুয়ারি, খুলনা টাইটান্স-রাজশাহী কিংস, ১২টা ৩০
১৫ জানুয়ারি, সিলেট সিক্সার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৫টা ২০
১৬ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস, ১২টা ৩০
১৬ জানুয়ারি, সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স, ৫টা ২০
১৮ জানুয়ারি, সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটস, ২টা
১৮ জানুয়ারি, খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৭টা
১৯ জানুয়ারি, সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স, ১২টা ৩০
১৯ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-খুলনা টাইটান্স, ৫টা ২০


তৃতীয় ধাপ, ঢাকা পর্ব, (২১-২৩ জানুয়ারি) :


২১ জানুয়ারি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস, ১২টা ৩০
২১ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস, ৫টা ২০
২২ জানুয়ারি, খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স, ১২টা ৩০
২২ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৫টা ২০
২৩ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস, ১২টা ৩০
২৩ জানুয়ারি, খুলনা টাইটান্স-সিলেট সিক্সার্স, ৫টা ২০


চতুর্থ ধাপ, চট্টগ্রাম পর্ব (২৫-৩০ জানুয়ারি) :


২৫ জানুয়ারি, সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, ২টা
২৫ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স, ৭টা
২৬ জানুয়ারি, সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্স, ১২টা ৩০
২৬ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস, ৫টা ২০
২৮ জানুয়ারি, খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১২টা ৩০
২৮ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, ৫টা ২০
২৯ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১২টা ৩০
২৯ জানুয়ারি, রংপুর রাইডার্স-রাজশাহী কিংস, ৫টা ২০
৩০ জানুয়ারি, চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস, ১২টা ৩০
৩০ জানুয়ারি, সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, ৫টা ২০


শেষ ধাপ, ঢাকা পর্ব (১-৮ ফেব্রুয়ারি) :


১ ফেব্রুয়ারি, ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ২টা
১ ফেব্রুয়ারি, চিটাগং ভাইকিংস-সিলেট সিক্সার্স, ৭টা
২ ফেব্রুয়ারি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স, ১২টা ৩০
০২ ফেব্রুয়ারি, ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স, ৫টা ২০


এলিমিনেটর/কোয়ালিফায়ার/ফাইনাল পর্ব (৪-৯ ফেব্রুয়ারি) :


০৪ ফেব্রুয়ারি, এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল), ১২টা ৩০
০৪ ফেব্রুয়ারি, কোয়ালিফায়ার-১ (পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় দল), ৫টা ২০
০৬ ফেব্রুয়ারি, কোয়ালিফায়ার-২ (কোয়ালিফায়ার-১ পরাজিত-এলিমিনেটর জয়ী), ৫টা ২০
০৮ ফেব্রুয়ারি, ফাইনাল (কোয়ালিফায়ার ১ ও ২ জয়ী দল), ৫টা ২০
০৯ ফেব্রুয়ারি, রিজার্ভ ডে (ফাইনাল)।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com