শিরোনাম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ফজলে রাব্বির
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৪:৪৫
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ফজলে রাব্বির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডেটি।


আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাচ্ছে ৩০ বছর বয়সী ফজলে মাহমুদ রাব্বির। ২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পর জাতীয় দলে খেলার সুযোগ মিলছে এই অলরাউন্ডারের।


দলে প্রথম ম্যাচের আগে রুবেল হোসেনের ফিটনেস নিয়ে শঙ্কা ছিলো। জ্বর থেকে মাত্র সেরে ওঠায় এই ম্যাচে রাখা হয়নি রুবেলকে। তার বদলে সাইফউদ্দীন রয়েছেন দলে।


বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার, আরিফুল হক, ফজলে মাহমুদ, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।


জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), তেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, সলোমন মির, পিটার মুর, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, সিন উইলিয়ামস ও চেপাস ঝুয়াও।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com