শিরোনাম
বড় বিপদ থেকে বাঁচলেন সাকিব
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫
বড় বিপদ থেকে বাঁচলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপের সুপার পর্বের মাঝেই দেশে ফিরেছেন বিশ্বসেরা অলাউন্ডার সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আর মাঠে নামতে পারেননি তিনি। আঙুলের ব্যথা নিয়েই বুধবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন সাকিব আল হাসান।


এদিকে শুক্রবার দুপুরে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেল হাসপাতালের বেডে গুরুতর অসুস্থ হয়ে শুয়ে আছেন সাকিব আল হাসান।


ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি, তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।


দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে অ্যাডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে।


আঙুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে.মি. পুঁজ বের করতে হয়েছে।


আপনাদের দোয়ায় খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এ যাত্রায় রক্ষা পেয়েছি। তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে।


আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ।


প্রসঙ্গত, এশিয়া কাপে আঙুলের চোট নিয়েই খেলছিলেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের আঙুলের ব্যথা বেড়ে যায়। কোনো প্রতিষেধকই কাজে আসছিল না। ব্যথার কারণে হাতে ব্যাট ধরতেই কষ্ট হচ্ছিল। যে কারণে সাকিবকে রেখেই একাদশ সাজাতে হয় টিম ম্যানেজমেন্টকে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com