শিরোনাম
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিপক্ষ আজ আলজেরিয়া ও এস্তোনিয়া
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিপক্ষ আজ আলজেরিয়া ও এস্তোনিয়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ব দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে আজ বৃহস্পতিবার ওপেন বিভাগে অালজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ আজ শক্তিশালী এস্তোনিয়া।


৫৭তম সিডেড আলজেরিয়ার সাথে ৬৪তম সিডেড লাল-সবুজের দেশ কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। মাত্র সাত ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের তুলনায় বাংলাদেশকেই আপাতশক্তিশালী মনে করা হচ্ছে। প্রায় সম-শক্তির দলের সাথে বাংলাদেশের সেরা দাবাড়ুরা জয়ের লক্ষে খেলবেন - এমনটাই মনে করছেন দাবার সাথে সম্পৃক্ত অভিজ্ঞমহল।


এক নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ডমাস্টার বেলাহ্যাসিন বিলেল, দুই নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার রিজউক আইমন, তিন নম্বর বোর্ডে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও অান্তর্জাতিক মাস্টার আরব অ্যাডলন এবং চার নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার বেলাউদাহ সাদ একে অপরের মোকাবেলা করবেন।


এদিকে মহিলা বিভাগে ৬০তম সিডেড বাংলাদেশের প্রতিপক্ষ আজ অত্যন্ত শক্তিশালী এস্তোনিয়া। এই দলটি অলিম্পিয়াডে ৪০তম সিডেড দল হয়ে অংশ নিচ্ছে। প্রতিপক্ষের সাথে জয় হয়তো কঠিন হতে পারে। তবে ড্র করারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।


এক নম্বর বোর্ডে অান্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও অান্তর্জাতিক মহিলা মাস্টার নরভা মাই, দুই নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন ও মহিলা ফিদেমাস্টার ওল্ডে মার্গারেথ, তিন নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন ও আন্তর্জাতিক মহিলা মাস্টার তসিগ্যানোভা মনিকা এবং এবং চার নম্বর বোর্ডে অান্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদেমাস্টার নরভা ত্রিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এর আগে ওপেন বিভাগে বাংলাদেশ প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে পালাউকে ও দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে ইন্টারন্যাশনাল ব্রেইল চেস অ্যাসোসিয়েশনকে (আইবিসিএ) পরাজিত করে। তৃতীয় রাউন্ডে অবশ্য ০.৫-৩.৫ পয়েন্টে ভিয়েতনামের কাছে হেরে যায়। তবে মহিলা বিভাগে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে কসোভাকে হরালেও দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত লড়েও ১-৫-২.৫ পয়েন্টে শক্তিশালী স্পেনের কাছে হেরে যায়। তবে তৃতীয় রাউন্ডে ৩.৫-০.৫ পয়েন্ট পর্তুগালকে পরাজিত করে।


উল্লেখ্য, জর্জিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় ওপেন বিভাগ ও মহিলা বিভাগের খেলা বোর্ডে গড়াবে। আগ্রহীরা http://batumi2018.fide.com/en ক্লিক করে LIVE-এ গিয়ে খেলাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। সূত্র : চেসবিডিডটকম


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com