শিরোনাম
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচেই টস ভাগ্যটা গেল বাংলাদেশের পক্ষে। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪১ ডিগ্রি তাপমাত্রার আবহাওয়ায় খেলতে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দিবারাত্রির এই ম্যাচে নিশ্চিত অর্থেই বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার কারণে সুবিধা পাবে।


র‌্যাংকিংয়ে লঙ্কানদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সিরিজ জিতেছে বাংলাদেশ দল।


লঙ্কানদের বিপক্ষে ৩৬ দেখায় ৬ জয় বাংলাদেশের। অতীত পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে কথা বললেও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে টাইগাররা।


এবারের এশিয়া কাপে দুটি গ্রুপে খেলছে মোট ছয়টি দল। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও হংকং। আর গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।


বাংলাদেশের একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com