শিরোনাম
ভারতের সব উইকেট একাই নিতে চান হাসান আলি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১
ভারতের সব উইকেট একাই নিতে চান হাসান আলি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবশেষ ভারত-পাকিস্তান দ্বৈরথের কথা মনে আছে পাঠক? গেল বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের শিরোপা জয়ের সেই দিনটিতে ভারতের তিন উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন হাসান আলি। তরুণ এই পেসার ৬.৩ ওভারের স্পেলে এক মেডেনসহ দিয়েছিলেন মাত্র ১৯ রান।


দু’দলের সবশেষ দেখায় জয়ের সেই সুখস্মৃতি এখনো টাটকা হাসানের মনে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে আরো মানিয়ে নিয়েছেন তিনি। ফিটনেসটাও তার যুতসই, পাকিস্তান দলের মধ্যে সেরা। ফলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাঠে নামা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হাসান। একরকম গর্জন দিয়েই জানিয়েছেন, একাই ভারতের সব উইকেট নিতে চান তিনি।


ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা উৎসবের প্রায় ১৫ মাস পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। এশিয়া কাপের মঞ্চে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ১৯ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের ম্যাচে একে অপরের মোকাবেলা করবে তারা।


জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে ডানহাতি এই ফাস্ট বোলার ভারত-পাকিস্তান লড়াইয়ে এগিয়ে রাখছেন নিজেদের, আমরা এখন এগিয়ে আছি। আগের হারের কারণে তারা এখন চাপে আছে।


গেল কয়েক বছর ধরে আরব আমিরাতকে নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ফলে চেনা পরিবেশের সুবিধা নিতে চান ৩৩ ওয়ানডেতে ৬৮ উইকেট নেয়া হাসান, আরব আমিরাতে আমাদের কন্ডিশনে খেলা হবে। আমরা ঘরের মাঠের সুবিধা পাব কারণ এখানে দীর্ঘদিন ধরে খেলছি। আমরা জানি কীভাবে এই কন্ডিশনকে কাজে লাগাতে হয়।


সবশেষে ভারতকে একাই গুঁড়িয়ে দেয়ার হুঙ্কার দিয়ে হাসান বলেছেন, ভারত ভালো দল এবং আমি পাঁচ উইকেট নেয়ার বদলে একাই দশ উইকেট নিতে চাই। আর নিজস্ব ঢংয়ে উদযাপন করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমার ভক্তদের খুশি করতে চাই।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com