শিরোনাম
ক্রিকেট থেকে উঠে যাচ্ছে টস
প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১৯:২৭
ক্রিকেট থেকে উঠে যাচ্ছে টস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থায় (আইসিসি) ইতিমধ্যে টস তুলে দেয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডে কয়েকটি প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে টস তুলে দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আইসিসি টেকনিক্যাল কমিটি জানিয়েছে, তারা আরো সময় নিতে চায় এ ব্যাপারে।


তবে ভারতের সাবেক তারকা অফস্পিনার হরভজন সিংহ মনে করছেন টস থাকা উচিত। তার ভাষায়, টেস্ট ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো টস। এর সঙ্গে ঐতিহ্য জড়িত। টসে জিতে কোন দল কী সিদ্ধান্ত নিল, সেটা ঠিক হলো কি না, তা নিয়ে সবাই আলোচনা করে।


তবে উইকেট নিয়ে হরভজন বলেন, আইসিসির উচিত নিজেদের কিউরেটর নিয়োগ করা। টেস্ট শুরুর দশ দিন আগে থেকে নিরপেক্ষ কিউরেটররা সেই কেন্দ্রে গিয়ে পিচের দায়িত্ব নিয়ে নেবে।


ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টে লর্ডসে টসে জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। এরপরই শুরু হয় টস নিয়ে তর্ক-বিতর্ক।


অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেস বোলার মাইকেল হোল্ডিং বলেন, নিজেদের দেশে সব কিছুই তো সেই দলটার পক্ষে। নিজের ইচ্ছা মতো পিচ বানাচ্ছি। এখানকার পরিবেশ, পরিস্থিতিতে খেলে বড় হয়েছি। এই দুটো ব্যাপারই তো বড় অ্যাডভান্টেজ। আবার টসের সুবিধেও পাবে কেন?


ক্যারিবীয় এই পেসার মনে করছেন, হোম টিমকে টস জিতে ফিল্ডিং নেওয়ার সুবিধে দেওয়াটাও ঠিক হচ্ছে না, নিজেদের মাঠে, নিজেদের পরিবেশে তো খেলতেই পারছে। তা হলে প্রথমে ব্যাটিং করবে না ফিল্ডিং, সেই সিদ্ধান্ত নেয়ার সুযোগ অতিথি দলকে দেয়া হোক। এমন হলে ম্যাচটা একপেশে হয়ে যায়।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com