শিরোনাম
টি-১০ লিগের অনুমোদন দিল আইসিসি
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৮, ১৫:৫৩
টি-১০ লিগের অনুমোদন দিল আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইসিসির অনুমোদন ছাড়াই হয় টি-১০ লিগের প্রথম আসর। এবার তা পেতে মুখিয়ে ছিলেন লিগটির হর্তাকর্তারা। অবশেষে গেল মঙ্গলবার কাঙ্ক্ষিত ছাড়পত্র পেয়েছেন তারা।


ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ও প্রচারের জায়গা থেকেই এ অনুমোদন দিয়েছে আইসিসি। তবে এ ফরম্যাটকে সমর্থন দেয়া কিংবা আন্তর্জাতিকভাবে চালু করার কোনো পরিকল্পনা নেই সংস্থাটির।


বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। সারা বিশ্বের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টি-টোয়েন্টি। স্বাভাবিকভাবেই টি-১০ নিয়ে উচ্ছ্বসিত আয়োজকরা। আইসিসির অনুমোদন পাওয়ায় মহাখুশি তারা।


উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে শারজায় বসেছিল টি-১০ লিগের প্রথম আসর। ওই আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। চার দিনের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কেরালা কিংস। রানার্সআপ হয়েছিল পাঞ্জাব লিজেন্ডস।


আসছে ২৩ নভেম্বর শুরু হবে দ্বিতীয় পর্ব। এবার অংশ নেবে আটটি দল। আগামী মাসে (সেপ্টেম্বরে) হবে এর নিলাম।


এ আসরের জন্য শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, রশিদ খান, ইয়ান মরগান, ব্রেন্ডন ম্যাককালাম, সুনিল নারাইন ও ড্যারেন স্যামি, শেন ওয়াটসনকে আইকন প্লেয়ার হিসেবে ইতিমধ্যে দলগুলো বগলদাবা করেছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com