শিরোনাম
ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লো দুই দর্শক
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ০২:৫৮
ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লো দুই দর্শক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া বিশ্বকাপে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়লেন দুই দর্শক। এক জন পুরুষ, অন্যজন নারী।


যদিও তাদের পিছনে পিছনে নিরাপত্তারক্ষীরা ঢুকে তাদের বাইরে বের করে আনেন। কিন্তু ততক্ষণে বিতর্ক যা হওয়ার হয়ে গেছে। তরুণী ছুটছেন এমবাপের দিকে। আর তরুণ ছুটছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডারের ডেজান লোভ্রেনের দিকে। নিরাপত্তারক্ষীরাও দু’ভাগ।


দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। ৫২ মিনিটে খেলা চলছে। দুই-এক গোলে এগিয়ে ফ্রান্স। হঠাতই ছন্দপতন। দৌড়ে মাঠে ঢুকে পড়লেন এক তরুণী এবং এক তরুণ। তাদের পিছনে ছুটছেন কয়েক জন নিরাপত্তারক্ষী।


আর গোটা এই পরিস্থিতিতে হতচকিত দু’দলের খেলোয়াড়রাই। রেফারিও ইঙ্গিত করলেন খেলা থামানোর।


ম্যাচের টানটান উত্তেজনা থেমে গেল। অবশেষে ওই তরুণী এমবাপের কাছে গিয়ে হাত মিলিয়েও ফেললেন। তারপরই মাঠে শুয়ে পড়লেন।


নিরাপত্তারক্ষীরাও পিছন পিছন ছুটছিলেন। তারা গিয়ে জাপটে ধরলেন সাদা শার্ট আর কালো ট্রাউজার পরা ওই তরুণীকে। তারপর টেনে-হিঁচড়ে পাঁজাকোলা করে তিন-চার জন মিলে বের করে আনলেন মাঠ থেকে।


অপরদিকে ওই তরুণ ছুটে গেলেন লোভ্রণের কাছে। গিয়েই অতর্কিত আক্রমণ। আচমকা আক্রমণে তিনিও কিংকর্তব্যবিমূঢ়।


প্রতিহত করার চেষ্টা করতেই শুরু হল হাতাহাতি। শেষে নিরাপত্তারক্ষীরা গিয়ে তাকেও ধরে ফেললেন। তরুণীর মতোই একইভাবে পাঁজাকোলা করে বের করে আনলেন মাঠ থেকে।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com