শিরোনাম
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ২৩:৪২
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জায়গা করে নেয় মেয়েরা।


নেদারল্যান্ডসের আমস্টারডমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলা শুরু করে বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা আর আয়শা রহমান। ওপেনিং জুটি থেকে আসে ৫১ রান। প্রথম উইকেট হিসেবে ১৬ বলে ২২ রান করা শামিমা খাতুন আউট হন। এরপর ২৭ বলে ২০ রান করে বিদায় নেন আরেক ওপেনার আয়শা রহমান।


মাঝে ফারজানা হক ২ রান করে আউট হয়ে গেলেও হাল ধরেন নিগার সুলতানা। ৩৬ বলে ৩১ বলের ইনিংস খেলে অপরাজিত থেকে যান।


শেষদিকে ফাহিমা খাতুনের ১৫ আর সানজিদা ইসলামের ১৯ রানে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৫ রান।


টিকে থাকার লড়াইয়ে ব্যাট করতে নেমে স্কটিশরা অতি সাবধানী ব্যাটিংয়ে শুরু করেন নিজেদের ইনিংস। ওপেনার সারাহ ব্রেসের ব্যাটে আসে ৪৪ বলে ৩১ রান।


এরপর ক্যাথরিন ব্রেসের ২২ বলে ২১ রান স্বপ্ন দেখাচ্ছিল স্কটিশদের। কিন্তু সেটি আর টিকলো না নাহিদা আক্তারের সামনে। নাহিদার বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে।


দুই ব্রেসের বিদায়ের পর আর কেউ দাড়াতেই পারেনি রুমানা আহমেদ, নাহিদাদের সামনে।


২০ ওভার টিকে থেকে ৭ উইকেটে ৭৬ রান পর্যন্ত তুলতে পারে স্কটল্যান্ড। ৪৯ রানের জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।


রুমানা আহমেদ ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। ১ উইকেট করে পান সালমা খাতুন ও ফাহিমা খাতুন।


উল্লেখ্য, আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বকাপে কোন গ্রুপের হয়ে খেলবে বাংলাদেশ।


বিবার্তা/শাহনাজ/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com