শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে পেরু
প্রকাশ : ২৬ জুন ২০১৮, ২০:৫৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে পেরু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ম্যাচের ১৮ মিনিটে সকারুদের অফ সাইডের ফাঁদ ভেঙে ডি বক্সের কাছে পৌঁছে যান পেরুভিয়ান অধিনায়ক পাওলো গেরেরো। গোলমুখে দৌড় দিলেও ব্যাক পাস করলে দারুণ ভলিতে বল সামলে কঠিন কোণ থেকে শট নেন কারিয়ো। অসাধারণ এক গোলে এগিয়ে যায় পেরু।


রাশিয়া বিশ্বকাপে এটি পেরুর প্রথম গোল। ১৯৮২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হেরে যাওয়া ম্যাচে গুইয়েরমো লা রোসার পর এই প্রথম বিশ্বকাপে পেরুর হয়ে গোলের দেখা পেলেন কারিয়ো।


ম্যাচের শুরু থেকেই সকারুদের আক্রমণের চাপে পড়ে যায় পেরু। কিন্তু ক্রমেই সামলে উঠে পাল্টা আক্রমণে উঠে আসে দক্ষিণ আমেরিকার দলটি। ফলও পেয়ে যায় দ্রুতই।


রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পেতে হলে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। এর আগে নিজেদের প্রথম দুই খেলায় ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে।


অন্যদিকে ডেনমার্ক এবং ফ্রান্সের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পেরু। গ্রুপ পর্বের শেষ খেলায় জয় দিয়ে আসর শেষ করতে চায় তারা।


অস্ট্রেলিয়া একাদশ : ম্যাথ্যু রায়ার্ন (গোলরক্ষক), মার্ক মিলিগান, ট্রেন্ট সেইন্সবারি, আজিজ বেহিচ, জশুয়া রিসডন, অ্যারোন ময়, মাইল জেডিনাক (অধিনায়ক), রবি ক্রুজ, ম্যাথ্যু লেকি, টমি জুরিক, টম রোগিক।


পেরু একাদশ : পেদ্রো গ্যালেস (গোলরক্ষক), অ্যান্ডারসন সান্তামারিয়া, ক্রিশ্চিয়ান রামোস, মিগুয়েল ত্রাউকো, লুইস অ্যাডভিনচুলা, ক্রিশ্চিয়ান চুয়েভা, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া, পাওলো গুয়েরেরো, এডিসন ফ্লোরেজ, আন্দ্রে ক্যারিলো।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com