শিরোনাম
বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় ইংল্যান্ডের
প্রকাশ : ২০ জুন ২০১৮, ১২:৫০
বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড। মঙ্গলবার রাতে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান করে ইংলিশরা।


যা ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগের রেকর্ডটিও ছিলো ইংল্যান্ডের। ২০১৬ সালের আগস্টে এই নটিংহামেই পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেটে ৪৪৪ রান করেছিলো ইংলিশরা।


দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪২ রানের বড় ব্যবধানে ম্যাচও জিতে নেয় ইংল্যান্ড। কারণ ৪৮২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৭ ওভারে ২৩৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।


রানের হিসেবে বড় ব্যবধানে ইংল্যান্ডের এই জয় রেকর্ড বইয়ে ১২তমস্থানে। তবে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। আগেরটি ছিলো ২১০ রানের। ২০১৫ সালে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১০ রানে জিতেছিলো ইংল্যান্ড।


ইংল্যান্ডকে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পেছনে অবদান রাখেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। দু’জনই সেঞ্চুরি করেন। হেলস ১৬টি চার ও ৫টি ছক্কায় ৯২ বলে ১৪৭ রান এবং বেয়ারস্টো ১৫টি চার ও ৫টি ছক্কায় ৯২ বলে ১৩৯ রান করেন। এছাড়া জেসন রয় ৬১ বলে ৮২ ও ইয়োইন মরগান ৩০ বলে ৬৭ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে জাই রিচার্ডসন ৯২ রানে ৩ উইকেট নেন।


ব্যাট হাতে অস্ট্রেলিয়ার পক্ষে ট্রাভিস হেড ৫১ ও মার্কাস স্টোয়িনিস ৪৪ রান করেন। ইংল্যান্ডের আদিল রশিদ চারটি ও মঈন আলী তিনটি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের হেলস।


এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো ইংল্যান্ড।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com