শিরোনাম
বিসিবির পরামর্শক হয়ে ঢাকায় কারস্টেন
প্রকাশ : ২১ মে ২০১৮, ০৬:৫৫
বিসিবির পরামর্শক হয়ে ঢাকায় কারস্টেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোচ নয় বরং বাংলাদেশ দলের পরামর্শক হিসেবেই ঢাকায় এলেন গ্যারি কারেস্টেন।


রবিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সোজা হোটেল সোনারগাঁওয়ে গেছেন তিনি। সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে তার। তবে তামিম-সাকিবদের পরামর্শ দিতে নয়, কোচ সমস্যার সমাধানে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এই উদ্দেশ্যে ঢাকায় এসেছেন ভারত দলের হয়ে বিশ্বকাপ জয়ী এই কোচ।


বিসিবি কারস্টেনকে চেয়েছিল ব্যাটিং পরামর্শক হিসেবে। কিন্তু বোর্ডের পরামর্শক হিসেবে স্বল্পমেয়াদের জন্য তাকে পাওয়া যাচ্ছে। আপাতত তার দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভালো মানের একজন কোচ খুঁজে বের করা।


তারই ধারাবাহিকতায় কারস্টেনের ঢাকায় আসা। আইপিএলে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিগ পর্বে ছিটকে যাওয়ার পরদিনই বাংলাদেশে এলেন তিনি। বিরাট কোহলিদের ব্যাটিং কোচ ছিলেন কারস্টেন।


বিসিবি সভাপতিসহ পরিচালকদের সঙ্গে কোচ ইস্যুতে বৈঠক করবেন তিনি। বিসিবি সভাপতির কাছে আগেই তিনি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তিনজন কোচের তালিকা পাঠিয়েছেন বলে জানা গেছে। সেখান থেকে যে কোনো একজনকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে বোর্ডের।


যদিও নতুন কোচের ব্যাপারে কেবল পরামর্শই দিতে পারবেন কারস্টেন। এনিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারস্টেন কোচ চূড়ান্ত করবেন না, শুধু নামের প্রস্তাব করতে পারবেন। তার কাছে একটা তালিকা আছে, আমাদের কাছেও আছে একটা। দুই তালিকা মিলিয়ে আমাদের কাছে উপস্থাপন করবেন তিনি। তারপর আমরা কোচ চূড়ান্ত করব।


বোর্ড সভাপতি আরো জানান, কারস্টেন বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করেছেন। বাংলাদেশের কোচ কেমন হলে ভালো হয়, সেটা নিয়ে এরই মধ্যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন তিনি।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com