শিরোনাম
চেলসিকে হারিয়ে বার্সেলোনার জয়
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:৪৭
চেলসিকে হারিয়ে বার্সেলোনার জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত চার বছরে চেলসির অনুর্ধ্ব-১৯ দলকে তৃতীয় শিরোপার স্বাদ পেতে দেয়নি বার্সেলোনার যুব দল। সোমবার অনুষ্ঠিত ম্যাচে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউয়েফা ইয়ুথ লীগে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।


আলেহান্দ্রো মারকুয়েসের দুই গোলের পরে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবেল রুইজের গোলে কাতালান দলটির শিরোপা নিশ্চিত হয়। এর আগে ২০১৪ সালে প্রথমবারের অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল বার্সা। যদিও সুইজারল্যান্ডের নিঁওতে স্তাদে ডি কোলোভ্রেতে দ্বিতীয়ার্ধে বেশ উজ্জীবিত খেলা উপহার দিয়েছেন জো এডওয়ার্ডসের চেলসি।


৩২ মিনিটে মারকুয়েসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। রুইজের বাম দিকের ক্রস থেকে হেডে চেলসি গোলরক্ষক জেমি কামিংকে পরাস্ত করেন মারকুয়েস। আর এক গোলে এগিয়ে গিয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বার্সেলোনা।


বিরতির পর ৫১ মিনিটের ব্যবধান দ্বিগুন করেন মারকুয়েস। শুক্রবার নাটকীয় এক পেনাল্টিতে পোর্তোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চেলসি। ৫৬ মিনিটে লুক ম্যাককোরমিকের জোড়ালো শট বার্সার পোস্টের উপর দিয়ে বাইরে চলে যাবার আগ পর্যন্ত চেলসি তেমন কোন আক্রমণ করতে পারেনি। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে চেলসিই বেশি সুযোগ সৃষ্টি করেছে। যদিও ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুইসের গোলে বার্সার বড় জয় নিশ্চিত হয়।


প্রিমিয়ার লীগে চেলসির সিনিয়র দলটি বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। এডওয়ার্ডের দলেরও আগামী বছর ইউয়েফা ইয়ুথ লীগে খেলা এখনো নিশ্চিত নয়। তবে আগামী মাসে প্রিমিয়ার লীগের অনুর্ধ্ব-১৮ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে আবারো তারা ইউয়েফা ইয়ুথ লীগে ফিরে আসতে পারবে।


এছাড়া আগামী শুক্রবার আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে এফএ ইয়ুথ কাপের ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে চেলসি।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com