শিরোনাম
প্রথমবারের মতো আইপিএলে ডিআরএস ব্যবহৃত হবে
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৫:২৩
প্রথমবারের মতো আইপিএলে ডিআরএস ব্যবহৃত হবে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মত ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বিষয়টি নিশ্চিত করে বলেছেন আগামী মাসে শুরু হওয়া আইপিএলের ১১তম আসরে আধুনিক এই প্রযুক্তি ব্যবহৃত হবে। তিনি জানান, প্রযুক্তিটি ব্যবহারের ব্যপারে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিলো।


ডিআরএস ব্যবহার করে ম্যাচ অফিসিয়াল আম্পায়ারের সিদ্ধান্ত যাচাই করে থাকেন। বেশ কয়েক বছর যাবত ভারত এই প্রযুক্তির বিরোধীতা করে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে প্রথমবারের মত টেস্টে ডিআরএস ব্যবহারে ভারত সম্মতি দেয়। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে প্রতিটি দল প্রতি ইনিংসে একটি করে রিভিউয়ের আবেদন করতে পারবে।


টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগে প্রথমবারের মত গত বছর পাকিস্তান সুপার লীগে ডিআরএস ব্যবহৃত হয়। ২০০৯ সালে টেস্ট ম্যাচে প্রথমবারেরমতো আনুষ্ঠানিক ভাবে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়।


একই ধরনের প্রযুক্তি ইতোমধ্যেই টেনিস, রাগবি ও ফুটবলে ব্যবহৃত হচ্ছে। আসন্ন রাশিয়া বিশ্বকাপেও এর ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com