শিরোনাম
বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটলো ভিটোরির
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৮:২৫
বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটলো ভিটোরির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ের উদীয়মান টেস্ট ক্রিকেটার ব্রায়ান ভিটোরি। পূর্ণ নাম ব্রায়ান ভিটালিস ভিটোরি। তিনি মূলতঃ ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী। পাশাপাশি ডানহাতে অফব্রেক বোলিংও করেন থাকেন তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন জিম্বাবুয়ের এই বাহাতি বোলার।


পরীক্ষায় দেখা যায়, তার বেশিরভাগ ডেলিভারিতেই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙছে, ফলে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পান এই পেসার। অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন ভিটোরি।


বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় অংশ নেয়ার পর ত্রুটিমুক্ত প্রমাণ হওয়ায় এই বৈধতা পেয়েছেন তিনি। দুই বছর আগে খুলনায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বোলিংয়ের পর ভিটোরির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। পরে চেন্নাইয়ে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পরীক্ষাগারে পরীক্ষা দেন ভিটোরি। সেখানে তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।


২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জিম্বাবুয়ের এই পেশার ভিটোরির। ২৭ বছর বয়সী এই পেসার জিম্বাবুয়ের পক্ষে ৪টি টেস্ট, ২০টি ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।


বিবার্তা/নুর/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com