শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১২:২২
বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার।


নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এদিকে জিম্বাবুয়ের পর বাংলাদেশের কাছেও হেরে যায় হাথুরুর শিষ্যরা। তাই এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দলটির।


এ ম্যাচেও একটি পরিবর্তন এসেছে লংকান দলে। লাকশান সান্দাকান একাদশে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে চোটে আক্রান্ত হওয়া ম্যাথিউজের পরিবর্তে এ ম্যাচেও অধিনায়কত্ব করছেন চান্দিমাল।


এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে খুব একটা ভালো সময় যাচ্ছে না লঙ্কানদের। সর্বশেষ মুখোমুখি তিন ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। তাই একটা প্রশ্ন বার বার উঠেই আসছে, আজ পারবে তো শ্রীলঙ্কা। তারওপর ছয় মাস আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই ২-১ এ পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ জিতে ইতিহাস গড়ে জিম্বাবুইয়ানরা।


জিম্বাবুয়ে দল
হ্যামিলটন মাসাকাদজা, স্যামুয়েল মায়ার, পি জে মুর, ব্রেন্ডন টেইলর, ক্রেগ এর্ভিন, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ব্লসিং মুজারাবানি।


শ্রীলংকা দল
উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল মেন্ডিস, আসিলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, দুস্মন্ত চামিরা।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com