লিভারপুলের ট্রফি প্যারেডে গাড়ি চাপা, শিশুসহ আহত ৪৭
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৪:১৭
লিভারপুলের ট্রফি প্যারেডে গাড়ি চাপা, শিশুসহ আহত ৪৭
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিগ চ্যাম্পিয়ন শিরোপা জয় উৎসবের প্যারেড নতুন এক উন্মাদনা তৈরি করেছিল লিভারপুল ভক্তদের মাঝে। তবে সেই উম্মাদনা বিষাদে পরিণত হলো সমর্থকদের ওপর চালানো গাড়ি ‘হামলা’!


সোমবার (২৬ মে) ব্রিটেনের লিভারপুল শহরের ওয়াটার স্ট্রিটে ঘটনাটি ঘটে। গাড়ির ধাক্কায় চার শিশুসহ অন্তত ৪৭ জন আহত হয়েছে।


ঘটনাস্থলেই আহতদের মধ্যে ২০ জনের প্রাথমিক চিকিৎসা করা হয়। বাকি ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ইতোমধ্যে গাড়িচালককে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই দুর্ঘটনার সঙ্গে সন্ত্রাসী হানার কোনো সম্পর্ক নেই। লিভারপুল সমর্থকদের ওপর ওই ‘হামলা’কে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ।


এ বারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদযাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে ‘রোড শো’ করেন লিভারপুলের ফুটবলার, কোচ এবং অন্য সদস্যেরা। বিকেল সাড়ে ৫টার কিছু পরে শহরের রয়্যাল লিভার ভবনের পাশ দিয়ে বেরিয়ে যায় লিভারপুল দলের হুডখোলা বাস।


তার কিছুক্ষণের মধ্যেই রয়্যাল লিভার ভবনের অদূরে ওয়াল স্ট্রিটে লিভারপুল সমর্থকদের ওপর এই ‘হামলা’ হয়। একটি ভিডিওতে দেখা যায় সমর্থকদের ভিড়কে ধাক্কা দিতে দিতে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি। গাড়ির সামনের অংশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন লিভারপুল সমর্থকেরা। কিছু দূর গিয়ে গাড়িটি থামার পরেই চার দিকে থেকে উত্তেজিত জনতা ঘিরে ধরে।


দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, ওই গাড়ির নিচে এক শিশুসহ চারজন চাপা পড়ে ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ইতোমধ্যে ওই গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫৩ বছর বয়সী ওই ধৃত একজন ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো গুজব না ছড়ানোর জন্য শহরবাসীকে অনুরোধ করেছে পুলিশ।


তবে লিভারপুল সমর্থকদের ওপর এই ‘হামলা’কে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসাবে বিবেচনা করা হচ্ছে না। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না বলেও মনে করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com