রোনালদোর জোড়া গোলে আল-হিলালকে হারালো আল-নাসর
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০২
রোনালদোর জোড়া গোলে আল-হিলালকে হারালো আল-নাসর
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারালো আল-নাসর। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগের লড়াইয়েও টিকে রইলো তারা।


শুক্রবার (৪ এপ্রিল) রাতে আল-হিলালকে ৩-২ গোলে হারিয়েছে আল-নাসর।


আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডারের নৈপুণ্যতায় গোল হজম থেকে রক্ষা পায় আল-নাসর। ২৬তম মিনিটে পেনাল্টি এরিয়ার কাছে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন নাসরের জন ডুরান। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান রোনালদোরা। প্রতিপক্ষের মাঠে আল-নাসরকে লিড এনে দিয়েছিলেন আলি আলহাসান। কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ক্রসে জালে জড়ান মিডফিল্ডার আলহাসান।


বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় আল-নাসর। এবার গোল করেন রোনালদো। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন সাদিও মানে। পেনাল্টি এরিয়ার সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ বরপুত্র।
৬২তম মিনিটে একটি গোল শোধ করে আল-হিলাল। কর্নার থেকে আসা ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান আলি আলবুলায়হি। তবে তারা সমতায় ফেরার সুযোগ পায়নি। উল্টো ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। ৪০ বছর পেরোনো এ তারকার সব মিলিয়ে লিগে গোলসংখ্যা হলো ২১। যা আসরে সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
হাজারতম গোলের মাইলফলকের পথেও একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। আল-হিলাল ম্যাচের পর সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ৯৩১।


এদিকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগ শিরোপার দৌড়ে আশা বাঁচিয়ে রাখলো আল-নাসর। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। অবশ্য এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ। বড় কোনো অঘটন না ঘটলে তাদের শিরোপা জয় একপ্রকার নিশ্চিত। তবে ভুল করলে সুযোগ আসতে পারে রোনালদোদের সামনেও।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com