চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে।


হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।


গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে নামছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক ওপেনার ইমাম উল হক।


এ ছাড়া গতকাল দলের অনুুশীলনে না থাকায় বাবর আজমের খেলা নিয়েও একটা গুঞ্জন চলছিল। যদিও বিগ ম্যাচে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, অপরিবর্তিত দল নিয়েই নামছে ভারত।


পাকিস্তানের একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।


ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com