
লা লিগায় এবারের মৌসুমে শিরোপার দৌড়ে সবার উপরে আছে রিয়াল মাদ্রিদ। অথচ তারা কি না হারল রেলিগেশনের শঙ্কায় থাকা এস্পানিওলের বিপক্ষে।
আরসিডিই স্টেডিয়ামে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ হারে লিগ টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে আসছে মাত্র ১-এ।
প্রতিপক্ষের স্টেডিয়ামে এদিন শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল রিয়ালের। ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নেয় তারা। যার ৭টিই ছিল গোলমুখে। বিপরীতে ৫ শটের ২টি লক্ষ্য বরাবর রেখে সফল এস্পানিওল। তাও নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল গড়ে দেয় ব্যবধানটা।
এদিন আক্রমণ পাল্টা-আক্রমণের মাঝে পঞ্চদশ মিনিটে বড় ধাক্কাটা খায় রিয়াল। পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তার বদলি নামেন তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও।
ম্যাচের ২১তম মিনিটেই অবশ্য গোলের দেখা পেয়ে গিয়েছিল আনচেলত্তির শিষ্যরা। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে দারুণ নৈপুণ্যে বল জালে জড়িয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু বক্সেই কিলিয়ান এমবাপ্পে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোকে ফেলে দেয়ায় ফাউল ধরেন রেফারি। এরপরও একাধিক সুযোগ তৈরি করেছিল রিয়াল। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। পরের মিনিটে এমবাপ্পের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক।
একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হওয়া রিয়াল হোঁচট খায় ৮৫তম মিনিটে। তাদের হতাশ করে গোল আদায় করে নেয় এস্পানিওল। সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। বাকি সময়ে অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি রিয়াল।
ভিনিসিউসদের হারের তিক্ত স্বাদ দিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো এস্পানিওল। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে তারা। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৯।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]